Monday, February 10, 2025
Notices

About Us

মহাগ্রন্থ আল-কুরআনুল কারীম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। সুদীর্ঘ ২৩ বছরে মহান রাব্বুল আলামীন লওহে মাহফুজ হতে জিব্রাঈল (আঃ) এর মাধ্যমে সর্বশেষ নবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর উপর নাযিল করেছেন। আর রাসূলে কারীম (সাঃ) তা সংরক্ষণের সাহাবায়ে কেরাম (রাঃ) দ্বারা লিপিবদ্ধ করিয়ে এবং সাহাবায়ে কেরামের (রাঃ) মধ্যে হাফেজে কুরআনের বিশাল এক জামাত বিদ্যমান ছিল।

আর এই ধারাবাহিকতা রক্ষার নিমিত্তেই যুগে যুগে পৃথিবী ব্যাপী গড়ে উঠেছে মক্তব, হিফজ খানাসহ বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মুসলিম সংখ্যা গরিষ্ঠ আমাদের বাংলাদেশেও অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান। “আল-আবরার হিজুল কুরআন মাদ্রাসা” সে সব প্রতিষ্ঠানের মাঝেই এক অনন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সুন্নাতে নববীর (সাঃ) পূর্ণ অনুসরণের মাধ্যমে ছাত্রদেরকে আদর্শ মানুষরূপে গড়ে তোলা ও শ্রুতিমধুর বিশুদ্ধ তিলাওয়াতের অধিকারীরূপে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

লৌকিকতাবিবর্জিত কমার্শিয়াল চিন্তা ধারার ঊর্ধ্বে উঠে সাধ ও সাধ্যের অপূর্ব সমন্বয় সাধনের প্রচেষ্টায় আমাদের পথচলা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

কুরআন ও হাদিস তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদার নিরিখে, খোলাফায়ে রাশেদীনের অনুকরণে আল্লাহ ভীরু, কর্তব্যপরায়ণ ও ওহীভিত্তিক জ্ঞান-বিজ্ঞানে বিদগ্ধ আলোকিত মানুষ গড়া, ধর্মীয় ও আধ্যাত্মিক গুনাবলীর বিকাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনই এ প্রতিষ্ঠান কায়েমের মূল লক্ষ্য।

WhatsApp Chat
Messenger Chat